‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৫ মার্চ ২০২৪

২:০৪:৪৭ PM
1446726

‘গভীর সমুদ্রে ইরানি নৌবাহিনীর উপস্থিতি জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করেছে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সমন্বয় বিষয়ক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বাবাক বালুচ বলেছেন, গভীর সমুদ্রে তার দেশের নৌ বাহিনীর উপস্থিতি আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করেছে।

তিনি বলেন, এডেন উপসাগর এবং লোহিত সাগরের সংযোগস্থলে প্রতি মুহূর্তে ইরানের ডেস্ট্রয়ার এবং যুদ্ধজাহাজ উপস্থিত থাকে। নৌবাহিনীর এই উপস্থিতির কারণে দেশের এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

ইরানের নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রকমের যুদ্ধজাহাজ ও নৌযান তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। পাশাপাশি আন্তর্জাতিক পানিসীমায় উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে ইরান ও বিভিন্ন দেশের জাহাজ এবং তেল ট্যাংকারের নিরাপত্তা দিয়ে চলেছে।

২০২৩ সালের আগস্ট মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গভীর সমুদ্র বিশেষ করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দিয়েছিলেন। তাতে জাতীয় নিরাপত্তা আরো বেশি সুদৃঢ় হবে বলে উল্লেখ করেছিলেন তিনি।#

342/