‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৫ মার্চ ২০২৪

২:০৬:১১ PM
1446729

ক্রমবর্ধমানভাবে হত্যার ভয়ে ম্যাক্রন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মারিয়ানে ম্যাগাজিন গতকাল (রোববার) এ খবর দিয়েছে। এসব সূত্রের মধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ম্যাক্রনের দেহরক্ষী আলেকজান্দ্রে বেনালা রয়েছেন।

দেহরক্ষী বেনালা বলেন, “আমরা এলিসি প্রাসাদে পৌঁছানোর সাথে সাথেই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সংখ্যা আগের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের নিরাপত্তা রক্ষীর তুলনায় দ্বিগুণ করা হয়েছিল।

ম্যাক্রনের নিরাপত্তা দলের সাথে থাকাকালীন বেনালা ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভের সময় দাঙ্গা পুলিশের পাশাপাশি বিক্ষোভকারীদের মারধর করাসহ একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ইয়েলো ভেস্টের প্রতিবাদ যা ম্যাক্রনের প্রথম মেয়াদে এবং তার পরেও তার দায়িত্বপালনকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।

বেনালা দাবি করেন, ম্যাক্রনের স্ত্রী ব্রিজিট বিশেষভাবে উদ্বিগ্ন যে, তার স্বামী শেষ পর্যন্ত হত্যার শিকার হবেন।#

342/