‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৫ মার্চ ২০২৪

২:০৬:৩৯ PM
1446730

৪ সন্দেহভাজন হামলাকারীকে আদালতে হাজির করল রুশ পুলিশ

রাশিয়ার রাজধানীর মস্কোর কনসার্ট হলে গত শুক্রবার চালানো ভয়াবহ হামলায় জড়িত থাকার সন্দেহে আটক চার ব্যক্তিকে গতকাল (রোববার) শেষ বেলায় মস্কোর আদালতে হাজির করা হয়। এসব ব্যক্তির বিচার শুরুর আগে তাদেরকে সরকারি আইনজীবীরা রিমান্ডে নেয়ার দাবি জানানোর পর শুনানি করতে আদালত বসানো হয়।

সন্দেহভাজন ব্যক্তির সবাই তাজিকিস্তানের নাগরিক এবং তাদের প্রত্যেককে আলাদাভাবে আদালতের কাঠগড়ায় আনা হয়। এরই মধ্যে প্রধান সন্দেহভাজন আসামি দালের্দজোন মিরজোয়েভের বিরুদ্ধে হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগ আনা হয়েছে এবং তা প্রমাণ হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। প্রসিকিউটররা বিচারক তৈমুর ভাখরামিভকে বলেছেন, সন্দেহভাজন তার অপরাধ স্বীকার করেছে। বিচারক রুদ্ধদ্বার আদালতে বিচারের রায় ঘোষণা করবেন। 

চার সন্তানের জনক মিরজোয়েভের বিরুদ্ধে বিচার-পূর্ব দুই মাসের রিমান্ডে নেয়া হয়েছে। রাশিয়ায় এই ধরনের মামলায় সাধারণত এমনই করা হয়।  দ্বিতীয় ব্যক্তি সাইদআকরামি রাচাবালিজোদও নিজের অপরাধ স্বীকার করেছে বলে জানা গেছে। তাকেও দুই মাসের রিমান্ডে নেয়া হয়েছে। আদালত আরো দুই আসামি মুহাম্মদ সোবির ফয়জভ এবং শামসিদিন ফরিদুনির আটকাদেশের আবেদনও পেয়েছে। তারাও ২২ মে পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে বলে জানিয়েছে আদালত।#


342/