‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৬ মার্চ ২০২৪

২:০৯:০৫ PM
1446937

ফিলিস্তিন এবং লেবাননের স্বার্থ গভীরভাবে পরস্পরের সাথে জড়িত

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুলার উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, তার দেশ এবং ফিলিস্তিনের স্বার্থ গভীরভাবে জড়িত এবং এ কারণেই গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ।

তিনি বলেন, “গাজার প্রতি সমর্থন জানিয়ে আমরা যে যুদ্ধ করছি সেটা লেবাননের স্বার্থেই করছি, কারণ আমরা ইহুদিবাদী ইসরাইলকে এই হুঁশিয়ারি বার্তা দিতে চাইছি যে, প্রতিরোধ যোদ্ধারা জেগে আছে এবং তারা ভালোভাবে প্রস্তুত। এ কারণে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনী লেবাননে হামলার কথা চিন্তা করবে না।

লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতা এসব কথা বলেন শেখ নাঈম কাসেম। 

লেবাননে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে এই নেতা বলেন, প্রতিরোধ আন্দোলনের তৎপরতা ছাড়া আরব এ দেশটি নিজেদের স্বাধীনতা ও স্থিতিশীল ধরে রাখতে পারবে না। লেবাননে দখলদারিত্ব কায়েমের মাধ্যমে বৈরুত সরকারকে ইসরাইলের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা করলেও হিজবুল্লাহ ইহুদিবাদীদের সেই পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে। হিজবুল্লাহ না থাকলে ইসরাইলের বিরুদ্ধে এই প্রতিরোধ সম্ভব হতো না।#

342/