‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৭ মার্চ ২০২৪

১২:৫৪:০৯ PM
1447162

লন্ডনস্থ ইসরাইল দূতাবাসের সামনের সড়কটির ‘গণহত্যা সড়ক’ নামকরণ

ব্রিটিশ মানবাধিকার কর্মীরা প্রতীকী ব্যবস্থা গ্রহণ করে লন্ডনস্থ ইসরাইল দূতাবাসের সামনের সড়কটিকে ‘গণহত্যা সড়ক’ নামকরণ করেছেন ।

তারা ইহুদিবাদী ইসরাইল দূতাবাসের সামনের সড়কে একটি প্রতীকী প্ল্যাকার্ড ঝুলিয়ে দিয়েছেন যাতে লেখা রয়েছে, ‘জেনোসাইড স্ট্রিট’ বা ‘গণহত্যা সড়ক’।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যানশালের কর্মীরা ওই পদক্ষেপ নিয়ে ঘোষণা করেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতি যাতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষিত হয় সেজন্য তারা এ ব্যবস্থা নিয়েছেন।

অ্যামনেস্টির অন্যতম কর্মী টম গুহা বলেছেন, "ইসরাইল সরকারকে অবশ্যই একথা জানতে হবে যে, গণহত্যার অপরাধে তাদের সম্ভাব্য বিচার এখন আর অসম্ভব কোনো ব্যাপার নয় এবং তারা যেন বিষয়টিকে গুরুত্বসহ গ্রহণ করে।”

লন্ডনের অ্যামনেস্টি কর্মীরা বলেছেন, তারা এই মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক সাশা দেশমুখ স্বাক্ষরিত একটি চিঠি ইসরাইলের দূতাবাসে পৌঁছে দেবেন।  ওই চিঠিতে গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরাইলি কূটনীতিকদের সতর্ক করে দেয়া হবে বলে তারা জানান।#

342/