‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪

২:০৭:২২ PM
1447413

রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী মাত্র দুই মাস টিকে থাকতে পারবে

ব্রিটিশ সশস্ত্র বাহিনী রাশিয়ার মতো প্রতিপক্ষের সাথে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুত নয়। ব্রিটিশ প্রতিরক্ষা স্টাফের ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ম্যাগোয়ান সংসদীয় প্রতিরক্ষা কমিটিকে একথা বলেছেন।

তিনি বিশ্বাস করেন, এ ধরনের যেকোনো সংঘাতের জন্য সামরিক বাহিনীর কাছে রসদের, বিশেষ করে গোলাবারুদের অভাব রয়েছে।

জেনারেল রবার্ট ম্যাগোয়ান বলেন, “ব্রিটিশ সরকার গোলাবারুদের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে তা যদিও ‘উল্লেখযোগ্য’ তবে এখনো হুমকি মোকাবেলার জন্য তা পর্যাপ্ত নয়।” তিনি বলেন, সামরিক বাহিনীকে সম্পদের অভাবের মধ্যেই "অপারেশনাল ঝুঁকি" মোকাবেলা করতে হবে।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা সম্পর্কে সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মার্ক ফ্রাঁসোয়ার চাপের মুখে জেনারেল ম্যাগোয়ান স্বীকার করেন যে, ব্রিটিশ বাহিনী পূর্ণমাত্রার যুদ্ধে কয়েক মাসের বেশি সময় টিকতে পারবে না।"#


342/