‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৯ মার্চ ২০২৪

১:২৩:৫৫ PM
1447593

আমেরিকার সাম্প্রতিক হস্তক্ষেপই ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ

এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী এক ইরানি তার টাইমলাইনে ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন সার্বিক সহযোগিতা সম্পর্কে লিখেছেন: ইসরাইলকে বাঁচিয়ে রাখার জন্য ওয়াশিংটন প্রয়োজনে নেতানিয়াহুকেও বলি দিতে প্রস্তুত।

আব্দুল রহিম আনসারী নামের ওই এক্স পেইজ ব্যবহারকারী ইরানি লিখেছেন: গাজা যুদ্ধের ছয় মাস কেটে গেছে। এতো নৃশংস গণহত্যা, এত নিষ্ঠুরতা, ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও আমেরিকার কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে টু-শব্দটিও শোনা যায় নি। কিন্তু এখন যেহেতু ইসরাইলের অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে ডান-বামের সবাই যুদ্ধ বন্ধের ব্যাপারে উঠেপড়ে লেগেছে।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আমেরিকা ভেটো দেয় না; এমনকি ট্রাম্প, যিনি ইসরাইলকে অনন্য সেবা দেওয়ার জন্য বিখ্যাত, তিনিও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। বাইডেন সরকার পরোক্ষভাবে নেতানিয়াহুকে অপসারণেরও চেষ্টা করছে; কেন? কারণ, ইসরাইল এখন অস্তিত্ব সংকটে ভুগছে, প্রয়োজনে তারা নেতানিয়াহুকেও বলি দেবে!#