‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১ এপ্রিল ২০২৪

১:৫০:৫১ PM
1448182

ইসমাইল হানিয়ার বোনকে অপহরণ করেছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার বোনকে তার বাড়ি থেকে অপহরণ করেছে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনী।

ইসরাইলের পুলিশ বাহিনী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে আজ (সোমবার) জানিয়েছে, ইসমাইল হানিয়ার বোন সাবাহ আব্দেল সালাম হানিয়াকে ইসরাইলের দক্ষিণাঞ্চলের তেল শেবাহ শহরের কারাগারে আটক রাখা হয়েছে।

ইসরাইলি পুলিশের এক মুখপাত্র জানান, ৫৭ বছর বয়সী আটক নারী হচ্ছেন ইসমাইল হানিয়ার বোন এবং হামাস যোদ্ধাদের সাথে তার যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করছে ইসরাইল। তার বিরুদ্ধে ইসরাইলের ভেতরে হামাস যোদ্ধাদের হামলায় উসকানির অভিযোগ রয়েছে।

ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় যখন লাগাতার বোমা হামলা চালায় তখন সাবাহ আব্দেল সালাম হানিয়ার ২২ বছর বয়সী ছেলে হাজিম শহীদ হন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের সন্ত্রাসী বাহিনী গাজা উপত্যকায় কয়েক দফা বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়ার পরিবারের অন্তত ১৪ সদস্যকে হত্যা করেছে। বিমান হামলায় ইসমাইল হানিয়ার এক ছেলেও শহীদ হয়েছেন।#

342/