তাকফিরি জঙ্গিরা সাধারণ মানুষকে অপমান করতে ও তাদেরকে ভয়-ভীতি দেখাতে এই দুই দেশের অনেক বেসামরিক নাগরিককে চোখ বেঁধে এভাবে মাটিতে ফেলে রাখত।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকের মতে, ইহুদিবাদী ইসরাইল ও আইএসের মধ্যে অনেক দিক দিয়ে মিল রয়েছে।
আইএসের রূপ ধারনকারী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই ছবিটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে
তারা ইসরাইল ও আইএসের মধ্যে যেসব দিক দিয়ে মিল খুঁজে পেয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে, বেসামরিক নাগরিকদের হত্যা, শিশুদের হত্যা, হাসপাতাল, ত্রাণকেন্দ্র ও ত্রাণবাহী যানবাহনে হামলা, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার, মানুষের জন্য পানি বন্ধ করে দেয়া, প্রাণ বাঁচানোর জন্য অতি জরুরি জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা, বর্ণবাদ, জোরপূর্বক অভিবাসন, আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন লঙ্ঘন করা, বন্দিদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন, হামলা চালানোর ক্ষেত্রে সামরিক ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য না করা, গণহত্যা ও অপরের ভূমি জবরদখল এবং মসজিদ ও গীর্জাসহ অন্যান্য সাংস্কৃতিক পরিচয় ধ্বংস ইত্যাদি।#
342/