‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২ এপ্রিল ২০২৪

২:০৯:৫৪ PM
1448484

দামেস্কের কনস্যুলেটে ইসরাইলি হামলার জন্য সুইস রাষ্ট্রদূতকে কেন তলব করল ইরান

সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলার জন্য তেল আবিবের সকল অপকর্মের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকারকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি আজ (মঙ্গলবার) বলেছেন, হামলার প্রতিবাদে তেহরানে মার্কিন স্বার্থ দেখার দায়িত্বে থাকা সুইস চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

সোমবারের ইসরাইলি হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাতজন ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক এক্স পোস্টে লিখেছেন, দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার প্রতিবাদে মার্কিন স্বার্থ দেখার দায়িত্বে থাকা একজন সুইস কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

তিনি আরো লিখেছেন, সুইস দূতাবাসের মাধ্যমে ইহুদিবাদী সরকারের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, দামেস্কের হামলার জন্য অবশ্যই আমেরিকাকে জবাবদিহী করতে হবে।

সোমবার বিকেলে দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় কনস্যুলেট ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাত ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হন।#

342/