‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২ এপ্রিল ২০২৪

২:১০:৪০ PM
1448486

হামলার ধরন বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইরান: মুখপাত্র

সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

তিনি বলেছেন, এই হামলার পাল্টা পদক্ষেপ নেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে এবং হামলার ধরন বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে ইরান।

তিনি এই বর্বরোচিত হামলাকে ১৯৬১ সালে ভিয়েনায় পাস হওয়া কূটনৈতিক সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক কনভেশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। কানয়ানি বলেন, বিশ্ব সমাজ ও জাতিসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টিকারী এই হামলার নানা দিক বিশ্লেষণ করে তেহরান এ ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে এবং এর পরিণতির জন্য তেল আবিবকে দায়ী থাকতে হবে। #

342/