‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৩ এপ্রিল ২০২৪

৮:২০:১৮ PM
1448767

গ্যাস পাইপলাইন বাস্তবায়নে মার্কিন নিষেধাজ্ঞা ছাড় চায় পাকিস্তান

পাকিস্তান সরকার বহু কোটি ডলার ব্যয়ে নির্মাণাধীন ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

পাকিস্তানের তেলমন্ত্রী মোসাদিক মালিক বলেছেন, ইরানের সাথে গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্প জরুরিভিত্তিতে শেষ করা দরকার। আর এজন্য প্রয়োজন মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের। প্রযুক্তিগত এবং রাজনৈতিক বাস্তবতায় এই প্রকল্প শেষ করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের শুনানিতে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল লু এই প্রকল্পের বিরোধিতা করেছেন। তিনি এই প্রকল্পের নির্মাণ বানচাল করার জন্য জোরদার প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের সাথে গ্যাস সঞ্চালন প্রকল্প বাস্তবায়ন করা ইসলামের জন্য শুধু অগ্রাধিকারই না, বরং চলমান বাস্তবতায় তা অপরিহার্য।

পাকিস্তানের জ্বালানি বিশেষজ্ঞ আনোয়ার আব্বাস বলেন, “আমাদেরকে বিষয়টি একটু গভীর থেকে ভাবতে হবে। ইরাক এবং তুরস্ক বর্তমানে ইরান থেকে গ্যাস কিনছে কিন্তু তারা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে তুরস্ক, ইরাক এবং ইরানের সরকার কোন পদ্ধতি ব্যবহার করছে। ইরানের সাথে গ্যাস পাইপ লাইন প্রকল্প নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের পদ্ধতি বের করতে হবে যার মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে।”#

342/