‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৫ এপ্রিল ২০২৪

২:২৪:৪৪ PM
1449231

ইসরাইলের কাছে আরো হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা

মার্কিন সরকার অবৈধ দখলদার ইসরাইল সরকারকে আরো হাজার হাজার শক্তিশালী বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন এ সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।

দৈনিক ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর ইসরাইলের জন্য ৫০০ পাউন্ড ওজনের অন্তত এক হাজার এমকে-৮২ বোমা, ছোট-ব্যাসের এক হাজারের বেশি বোমা এবং এমকে-৮০ বোমার ফিউজ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন প্রশাসন এমন সময় এ সিদ্ধান্ত নিল যখন গাজা সিটির দেইরাল বালাহ এলাকায় ইসরাইলি বোমা হামলায় একজন মার্কিন নাগরিকসহ সাত বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছে।

ওয়াশিংটন পোস্ট আরো লিখেছে, ইসরাইলকে অস্ত্র সরবরাহের এ সিদ্ধান্ত প্রমাণ করে, ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য আমেরিকার ওপর যে চাপ তৈরি হয়েছে তা উপেক্ষা করে ইসরাইলকে অস্ত্র সরবরাহ করতে ওয়াশিংটন বদ্ধপরিকর।

গত ৭ অক্টোবর থেকে গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন তেল আবিবের কাছে অন্তত ১০০টি সমরাস্ত্রের চালান পাঠিয়েছে। #