‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ এপ্রিল ২০২৪

২:০৮:৩৫ PM
1449724

'সিস্তান-বালুচিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানান'

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত তার দেশের সিস্তান ও বালুচিস্তান অঞ্চলে কথিত জাইশুল আদল নামক বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমির সায়িদ ইরাওয়ানি ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে এই আহ্বান জানান। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নিতে এই পরিষদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেন যে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলের সাম্প্রতিক কাপুরুষোচিত হামলার মাত্র দুই দিন পর গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয় সিস্তান ও বালুচিস্তানে।

ইরাওয়ানি আরও জানান, চাবাহার ও রাস্ক অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান বা অবস্থানে জাইশুল জুল্‌ম্‌-এর ওই হামলায় ইরানের দশ জন নিরাপত্তা কর্মী শহীদ ও কয়েকজন আহত হন। সন্ত্রাসীরা বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে পণবন্দি করেছিল। কিন্তু ইরানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সময়োচিত পাল্টা অভিযানের ফলে সন্ত্রাসীরা ওইসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় এবং সব পণবন্দিদের মুক্ত করতে সক্ষম হয় ইরানি নিরাপত্তা কর্মীরা। ওই ঘটনায়  ইরানি নিরাপত্তা কর্মীদের পাল্টা হামলায় ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। #

342/