‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ এপ্রিল ২০২৪

২:০৯:০০ PM
1449725

ইরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য: নাসরুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার জবাবে ইসরাইলি স্বার্থ বা অবস্থানে তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য।

বিশ্ব-কুদস দিবস উপলক্ষে দেয়া ভাষণে গতকাল শুক্রবার তিনি এই মন্তব্য করেন। তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালয়ে বোকামি করেছেন এবং এই ঘটনা যুদ্ধ অবসানের ও বিজয়ের সুযোগ সৃষ্টি করেছে।

হিজবুল্লাহর প্রধান বলেন,  কখন, কোথায় ও কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চলানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও অন্যান্য ইরানি নেতৃবৃন্দ।  হিজবুল্লাহর প্রধান আরও বলেছেন, ইসরাইল বুঝতে পারছে না যে গাজায় কি করবে ও লেবাননে হামলা চালাতে চায় তারা। 

ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরাইলের সর্বত্র ত্রাস ও আতঙ্ক বিরাজ করছে এবং বিভিন্ন দেশে ইসরাইলি দূতাবাসগুলোর জনবল সরিয়ে নিয়ে সেগুলোকে খালি রাখা হয়েছে।  #

342/