‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৮ এপ্রিল ২০২৪

৭:৫০:০০ PM
1450042

দক্ষিণ গাজা থেকে ইসরাইলের আংশিক সেনা প্রত্যাহার

ইহুদিবাদী ইসরাইল বলেছে, তারা বেশিরভাগ সৈন্যকে দক্ষিণ গাজা থেকে প্রত্যাহার করেছে। তেল আবিব বলেছে, ক্লান্ত ও অসুস্থ সেনাদের বিশ্রাম দেয়া এবং সুস্থ করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে যাতে ভবিষ্যত আক্রমণের জন্য এসব সেনাকে প্রস্তুত করা যায়।

গতকাল (রোববার) ইসরাইলের তিনটি সেনা ব্রিগেড দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহর ত্যাগ করেছে তবে অন্য একটি ব্রিগেড সেখানে মোতায়েন রয়েছে। উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের বাড়িতে ফিরে যেতে বাধা দেয়ার জন্য তারা সেখানে অবস্থান করছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার বাকি অংশে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন থাকবে। ইসরাইলের সামরিক বাহিনী এর আগে ঘোষণা করেছিল যে, তারা কয়েক মাস প্রচণ্ড যুদ্ধের পর খান ইউনুস শহরসহ দক্ষিণ গাজা থেকে হাজার হাজার সেনা সরিয়ে নিচ্ছে।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, ইসরাইল তার লক্ষ্য অর্জনের আগেই তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। ইসরাইল দাবি করছে, যেসব এলাকা থেকে তারা সেনা প্রত্যাহার করছে সেখানে হামাস যোদ্ধাদের ধ্বংস করা হয়েছে। তবে আল-কাসাম ব্রিগেড ইসরাইলের এই দাবি খারিজ করে দিয়েছে। হামাস বলেছে, গাজা যুদ্ধে প্রতিরোধ বাহিনী সবসময় দখলদার সেনাদেরকে অবাক করেছে।

এদিকে, বাস্তুচ্যুত খান ইউনুসের বাসিন্দারা নিজেদের ঘর-বাড়িতে ফিরে এসে তারা প্রকৃতপক্ষে ধ্বংসস্তূপের একটি মরুভূমি খুঁজে পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খান ইউনুসের বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে, বোমা বিস্ফোরণে অনেক ভবন  ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহুসংখ্যক গাড়ি উল্টে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রাস্তায় ক্ষতিগ্রস্ত হাসপাতালের বিছানা দেখা গেছে।#

342/