‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৮ এপ্রিল ২০২৪

৭:৫১:৫৩ PM
1450046

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সিরিয়া পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন।

আঞ্চলিক সফরের দ্বিতীয় ধাপে তিনি আজ (সোমবার) সিরিয়া গেলেন। আঞ্চলিক সফরের প্রথমেই তিনি ওমানের রাজধানীর মাস্কাট যান।

দামেস্ক সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক সর্বশেষ ঘটনাবলী বিশেষ করে গাজা-ইসরাইল যুদ্ধের বিষয়টি নিয়ে সিরিয়া সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। গত সোমবার ইহুদিবাদী ইসরাইল দামেস্কে ইরানি কনসুলেন্ট ভবনে সন্ত্রাসী হামলা চালায়। এর এক সপ্তাহ পরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর করছেন।

‌আমির আবদুল্লাহিয়ান গতকাল দিনব্যাপী মাস্কাট সফর করেন এবং সেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আল-বুসাইদি ও ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের মুখপত্র মোঃ আব্দুস সালামের সাথে বৈঠক করেন। এ সম্পর্কে আমির আবদুল্লাহিয়ান সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে লিখেছেন, ইরান এবং ওমান পারস্পরিক সম্পর্ক উন্নত করার বিষয়ে মতবিনিময় করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা বাতিল করার জন্য ওমান যে ভূমিকা পালন করেছে তার জন্য মাস্কাটকে ধন্যবাদ জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।#

342/