‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১০ এপ্রিল ২০২৪

৩:০০:১৪ PM
1450415

ইসরাইলি হামলার পর দামেস্কে নতুন কনসুলেট উদ্বোধন করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার রাজধানী দামেস্কে নতুন একটি কনসুলেট অফিসের উদ্বোধন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।

গত সপ্তাহে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের কয়েকজন উপদেষ্টাকে হত্যার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী নতুন কনসুলেট ভবনের উদ্বোধন করলেন। এর আগে গতকালই তিনি মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ওমান থেকে সিরিয়ায় পৌঁছান।

কনসুলেট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ উপস্থিত ছিলেন। এর আগে ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া কনসুলেট ভবন পরিদর্শন করেন।

কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর পরই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই স্থান পরিদর্শনে যান। সে সময় তিনি ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছিলেন, এই হামলার মধ্য দিয়ে ইরান এবং সিরিয়ার মধ্যকার সম্পর্কে ইসরাইল কোনো প্রভাব ফেলতে পারবে না।

ইসরাইলি হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডার রেজা জাহেদিসহ সাতজন ইরানি গুরুত্বপূর্ণ কর্মকর্তা শহীদ হন। ইরানের সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্টসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই হামলার জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।#

342/