‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১০ এপ্রিল ২০২৪

৩:০১:১১ PM
1450417

‘নিজেদের ধ্বংস ডেকে আনছে ইসরাইলকে সহযোগিতাকারী মুসলিম দেশগুলো’

ইহুদিবাদী ইসরাইলকে সহযোগিতা করার জন্য কিছু মুসলিম দেশের তীব্র সমালোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেছেন, তাদের এই সহযোগিতা তাদের নিজেদের পাশাপাশি মুসলিম উম্মাহর প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।

তিনি আজ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের পাশাপাশি শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।

ঈদের নামাজের কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত এ বৈঠকে সর্বোচ্চ তো বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলো তাদের কর্তব্য পুরোপুরি পালন করছে না। উল্টো তাদের কেউ কেউ ইহুদিবাদী ইসরাইলকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “এটি একটি চরম বিশ্বাসঘাতকতা- মুসলিম উম্মাহর প্রতি বিশ্বাসঘাতকতা। এটি তাদের নিজেদের প্রতিও বিশ্বাসঘাতকতা, কারণ তারা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকা ইহুদিবাদী ব্যবস্থাকে শক্তিশালী হতে সহযোগিতা করছে যা শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি করবে।”

তিনি বলেন, ইহুদিবাদীরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না, কাজেই যেসব মুসলিম দেশ ইসরাইলকে সহযোগিতা করছে তারা প্রকৃত অর্থে তাদের নিজেদের ধ্বংস ডেকে আনছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, একটি মুসলিম দেশ হিসেবে ইরান আশা করে মুসলিম সরকারগুলো ইসরাইলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা ছিন্ন করবে। অন্তত যতক্ষণ ইসরাইল গাজায় অপরাধযজ্ঞ চালাচ্ছে ততক্ষণ সাময়িকভাবে হলেও এই সহযোগিতা বন্ধ করা দরকার।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “যদি মুসলিম দেশগুলোতে গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সকল মানুষ নিশ্চিতভাবে ইহুদিবাদী সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে ভোট দেবে। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই।”

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, কিছু মুসলিম দেশ এমন সময় ইসরাইলকে সহযোগিতা করে যাচ্ছে যখন ইহুদিবাদীরা গাজা উপত্যকাকে বধ্যভূমি বানিয়ে সেখানে গণহত্যার নারকীয় উল্লাসে মেতে উঠেছে। এমনকি বহু অমুসলিম দেশের নাগরিকরা পর্যন্ত গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে।

এ বছরের কুদস দিবসের শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য তিনি বিশ্ববাসীকে অভিনন্দন জানান। বিশেষ করে ইরানি জনগণ ব্যাপকভাবে রাস্তায় নেমে এসেছিল বলে তিনি উল্লেখ করেন। #