‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১০ এপ্রিল ২০২৪

৩:০২:২৭ PM
1450419

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবার সন্ত্রাসী হামলা: ৫ পুলিশ কর্মকর্তা নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে নতুন করে এক সন্ত্রাসী হামলায় পাঁচ ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

প্রদেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর আলীরেজা মারহামাতি বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী জেইশুল আদলের একদল সশস্ত্র সন্ত্রাসী গতকাল (মঙ্গলবার) প্রদেশের সিব ও সোরান কাউন্টিতে পুলিশের টহল দলগুলোর ওপর হামলা চালায়। এতে ওই পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন।

জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। হামলায় জড়িত সন্ত্রাসীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে বলে জানান মারহামাতি।  তিনি বলেন, সিস্তান ও বালুচিস্তান প্রদেশে আইন শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো ঘটনার দায় স্বীকার করে কথিত জেইশুল আদল সন্ত্রাসী গোষ্ঠী।

এই নিয়ে গত এক সপ্তাহে তিনবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাল উগ্র জঙ্গি গোষ্ঠীটি।  গত শনিবার প্রদেশের জাহেদান কাউন্টির কুরিন জেলার একটি থানায় সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হন।  

তারও আগে গত বৃহস্পতিবার উগ্র জঙ্গিরা প্রদেশের রাস্ক ও চবাহার কাউন্টিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একটি সদরদপ্তর, মেরিন পুলিশের একটি দপ্তর ও একটি থানায় একযোগে হামলা চালায়। ওইসব হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীগুলোর ১১ সদস্য শহীদ হন। এ সময় সংঘর্ষে ১৮ জঙ্গিও নিহত হয়।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও লক্ষ্যবস্তু বানানো হয়। #

342/