‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১০ এপ্রিল ২০২৪

৩:০২:৫৪ PM
1450420

ইসরাইলি নৃশংসতা বন্ধে মুসলিম-বিশ্বের অভিন্ন বাহিনী গঠন জরুরি: ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সিনিয়র কমান্ডার বলেছেন, গাজাসহ মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরাইলের নৃশংসতা বন্ধ করার একমাত্র উপায় মুসলিম দেশগুলোর মধ্যে একটি অভিন্ন সেনাবাহিনী গঠন করা।

আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় মুসলিম দেশগুলোর সেনাবাহিনীগুলোকে নিয়ে একটি অভিন্ন বাহিনী গঠন করে মুলমানদের শক্তি প্রদর্শন করা।” অ্যাডমিরাল তাংসিরি বলেন, সকল মুসলিম দেশ ও তাদের সেনাবাহিনীগুলোর মধ্যে ঐক্য এই মুহূর্তে ভীষণ জরুরি। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইসরাইলের অপরাধযজ্ঞ এখনই বন্ধ করা সম্ভব।

আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার এমন সময় এ আহ্বান জানালেন যখন গত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের ভয়াবহ গণহত্যায় ৩৪ হাজার মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। 

এরইমধ্যে গত সপ্তাহে ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে বিমান হামলা চালিয়ে পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলেছে। ওই হামলায় ইরানি কনুস্যলেট ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং দু’জন ব্রিগেডয়ার জেনারেলসহ আইআরজিসি’র সাত সামরিক উপদেষ্টা নিহত হন। ইরানের সর্বোচ্চ নেতা এ হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন। #

342/