‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৩ এপ্রিল ২০২৪

৯:২৭:৩২ PM
1451075

ইসরাইলে হামলা না চালাতে ইরানের প্রতি বাইডেনের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরাইলের প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করে ইসরাইলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ আহ্বান জানিয়েছেন যখন ইরান দামেস্কে নিজের কনস্যুলেট ভবনে ইহুদিবাদী বাহিনীর বিমান হামলার জবাবে ইসরাইলে হামলা চালানোর হুমকি দিয়েছে।

বাইডেন স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পক্ষ থেকে তার কনস্যুলেট ভবনে হামলার প্রতিশোধ নেয়ার হুমকি প্রসঙ্গে কথা বলেন। তিনি হস্তক্ষেপমূলক বক্তব্য প্রদান করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা রক্ষা এবং ইসরাইলকে আত্মরক্ষা করার কাজে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইরানের প্রতি তার বার্তা কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এ কাজ করবেন না।” কিন্তু ইরান কেন হামলা করতে চায় সে প্রসঙ্গটি সম্পূর্ণ এড়িয়ে যান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট একই সময়ে বলেন, “আমি গোয়েন্দা তথ্য প্রকাশ করতে চাই না। তবে আমার ধারণা এই ঘটনা (ইসরাইলে ইরানের প্রতিশোধমূলক হামলা) অতি শীঘ্র ঘটবে।” তবে সে হামলা সফল হবে না বলে দাবি করেন জো বাইডেন।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দু’জন পদস্থ কর্মকর্তাসহ মোট ১৩ জন নিহত হন। ইরান তাৎক্ষণিকভাবে ওই হামলার প্রতিশোধ নেয়া  হুমকি দেয়। সর্বশেষ গত বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা তেহরানের জুমার নামাজের খুতবায় বলেছেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইসরাইলকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেয়া হবে।#

342/