‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৪ এপ্রিল ২০২৪

৭:৫২:৩৪ PM
1451334

ইরানি হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরাইল

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গতরাতে ইহুদিবাদী ইসরাইলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে প্রায় ১০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে দখলদার সরকার। মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল আজ (রোববার) জানিয়েছে যে, ইরানি হামলা মোকাবেলা করতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

ইসরাইলের চ্যানেল ফোর্টিন বলেছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দখলীকৃত বিরশেবা অঞ্চল থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত আরাদে আঘাত করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। 

এছাড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলীয় উম্মুল ফাহম শহরে আঘাত হেনেছে। এই হামলার পর সেখানে জরুরিভিত্তিতে উদ্ধার ও চিকিৎসা কর্মীদের পাঠানো হয়। 

এর পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরাইল অধিকৃত নেগেভ মরুভূমির নাভাতিম বিমানঘাঁটিতে আঘাত হানে। এই বিমান ঘাঁটিতে ইহুদিবাদী ইসরাইলের এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করা রয়েছে। ইরানের কনসুলেট ভবনে হামলার সময় এই বিমানঘাঁটি থেকে বিমান উড্ডয়ন করেছিল। এছাড়া নেগেভ মরুভূমির র‍্যামন বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।#

342/