‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৪ এপ্রিল ২০২৪

৭:৫৫:০২ PM
1451339

ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শেষ, পাল্টা হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ আলী বাকেরি বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার সমাপ্তি টেনেছে। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন, ইসরাইল যদি কোনভাবে পাল্টা হামলার চেষ্টা করে তাহলে ইরানের পক্ষ থেকে দ্বিগুণ শক্তি নিয়ে তার জবাব দেয়া হবে।

জেনারেল বাকেরি বলেন, “আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের অভিযান শেষ তবে প্রয়োজন হলে সশস্ত্র বাহিনী পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।”

গতরাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইসরাইলের বিভিন্ন বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এরপর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের পক্ষ থেকে হামলা অবসানের ঘোষণা এলো। 

গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানীর দামেস্কের ইরানি কনসুলেট ভবনে বিমান হামলা চালায়। এতে আইআরজিসি’র দুজন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাত সামরিক উপদেষ্টা শহীদ হন। এ ঘটনার পর ইরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয়। কনসুলেট ভবনে হামলার ১০ দিন পর সেই ঘোষণা বাস্তবায়ন করল আইআরজিসি।#

342/