‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৬ এপ্রিল ২০২৪

৫:৫৮:০৯ PM
1451827

উত্তর ইসরাইলে ফিরতে পারছে না অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ভয়ে ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ফিরে আসার কথা ভাবছে না।

গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ দখলদার ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে এবং যুদ্ধ শুরুর প্রথম দিকেই অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চল থেকে শতকরা ৪০ ভাগ ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইলের অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। তারা এখন আর ওই অঞ্চলে ফিরে যেতে চায় না। 

এর মধ্যে শতকরা ২৭ ভাগ ইহুদি বসতি স্থাপনকারী যারা ফ্রিল্যান্সার, তারা তাদের ব্যবসা সংক্রান্ত কার্যক্রম স্থায়ীভাবে অন্য অঞ্চলে সরিয়ে নেয়ার চিন্তা করছে। 

ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলের শতকরা ৭৩ ভাগ ফ্রিল্যান্সার মনে করছে, এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি গত অক্টোবরের পর থেকে খারাপ হয়েছে। 

ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ৩৪ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। এই বর্বরতার জবাবে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা প্রায় প্রতিদিন ইসরাইলের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। এতে ভীত হয়ে আবাসস্থল ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে হাজার হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী।#

342/