‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ এপ্রিল ২০২৪

৭:২৫:০২ PM
1452718

হ্যাকারদের কবলে ইসরাইলি সামরিক বাহিনী, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেহাত

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাক করে অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল-দস্তাবেজ হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ। তবে অ্যানোনিমাস নামে একটি হ্যাকার গ্রুপ এক ভিডিও বার্তায় এই হ্যাকিংয়ের দায়িত্ব স্বীকার করেছে। গতকাল (শুক্রবার) বিভিন্ন গণমাধ্যমে এই খবর বেরিয়েছে।

গ্রুপটি বলেছে, তারা ২০ গিগাবাইট সমপরিমাণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতে নিতে সক্ষম হয়েছে যার মধ্যে পিডিএফ, ওয়ার্ড ফাইল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ লাখ লাখ তথ্য রয়েছে। 

তবে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের কম্পিউটার সিস্টেম সামান্য মাত্রায় হ্যাকিংয়ের শিকার হয়েছে। তারা বলছে, মনসাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে হ্যাকাররা তাদের সিস্টেমকে অকার্যকর করার চেষ্টা করেছে। 

কয়েক মাস আগে অ্যানোনিমাস জানিয়েছিল যে, তারা ইহুদিবাদী ইসরাইলের বিচার মন্ত্রণালয়কে হ্যাকিংয়ের কবলে ফেলেছে এবং সে সময় তারা ৮ মিলিয়ন তথ্য হাতিয়ে নিয়েছিল যা ৩০০ গিগাবাইট সমান।

গত বছরের সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর পর বেশ কয়েক দফা সাইবার হামলার শিকার হয়েছে ইসরাইল।#

342/