‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২১ এপ্রিল ২০২৪

২:২৬:৫২ PM
1452969

ইরানের বিশাল সামরিক শক্তির একটি ক্ষুদ্র প্রদর্শনী/ পার্সটুডে'র কিছু নির্বাচিত ছবি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান অঙ্গ সংগঠন। সেনাবাহিনীর প্রধান দায়িত্ব "দেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা"।

আজ ইরানের সেনাবাহিনী স্থল ইউনিট, নৌ ইউনিট, বিমান ইউনিট এবং বিমান প্রতিরক্ষা ইউনিট নিয়ে গঠিত। এছাড়া দেশটির ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি এবং আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনা বাহিনীর অংশ।

এই নিবন্ধে সেনাবাহিনীর সামরিক কুচকাওয়াজের ছবির  সঙ্গে  দেশের সংবিধানের ভিত্তিতে ইরানী সেনাবাহিনীর কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে।