‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২১ এপ্রিল ২০২৪

২:২৭:১৭ PM
1452970

সম্ভাব্য হুমকি মোকাবেলার প্রস্তুতি যাচাই করবে ইরানের সিভিল ডিফেন্স

সম্ভাব্য হুমকি মোকাবেলায় দেশের নির্বাহী সংস্থাগুলোর প্রস্তুতি মূল্যায়নের জন্য গতকাল (শনিবার) ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিভিল ডিফেন্স সংস্থার স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বৈঠকে সভাপতিত্ব করেন। চলতি বছর শুরুর পর এ নিয়ে এই কমিটি দ্বিতীয়বারের মতো বৈঠক করল। বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। 

সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান এবং স্থায়ী কমিটির সচিব ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি চলমান জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ের ঘটনাবলীর আলোকে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। 

বৈঠকে চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিজেদের প্রস্তুতি ধরে রাখতে এবং তা উন্নত করার জন্য নির্বাহী সংস্থাগুলোর প্রতি স্থায়ী কমিটির জারি করা নির্দেশাবলী বাস্তবায়নের তাগিদ দেন। 

শত্রুর সাইবার কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরবর্তী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিক প্রতিরক্ষা পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি এই বৈঠকে অনুমোদন করা হয়। 

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের নেতৃত্বে ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের স্থায়ী কমিটি দেশের বেসামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যার সিদ্ধান্তগুলো সমগ্র সামরিক, সরকারী এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য মান্য করা বাধ্যতামূলক।

ইরানের অবকাঠামো সম্প্রতি অসংখ্য সাইবার-আক্রমণের শিকার হয়েছে, বিশেষ করে ২০২২ সালের সেপ্টেম্বরে দেশ জুড়ে বিদেশী-সমর্থিত দাঙ্গা ছড়িয়ে পড়ার পর থেকে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারী পরিষেবা ব্যাহত করার চেষ্টাকারীদের অনেককে ব্যর্থ করতে সক্ষম হয়েছে।#

342/