‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২১ এপ্রিল ২০২৪

২:২৮:১০ PM
1452972

ইউক্রেনে আরো ‘সামরিক উপদেষ্টা’ পাঠাতে পারে আমেরিকা

আমেরিকা ইউক্রেনের মাটিতে আরো সামরিক উপদেষ্টা পাঠানোর কথা বিবেচনা করছে। গতকাল (শনিবার) মার্কিন ম্যাগাজিন পলিটিককে দেয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার একথা বলেছেন।

তিনি বলেন, এসব উপদেষ্টা ইউক্রেনে নন কম্ব্যাট রোল প্লে করবেন অর্থাৎ তারা সরাসরি যুদ্ধে অংশ নেবেন না বরং আমেরিকা থেকে বিভিন্ন রসদ সরবরাহ করার বিষয়টি পর্যবেক্ষণ করবেন। এর পাশাপাশি মার্কিন অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম যাতে ইউক্রেনের সেনারা সঠিকভাবে ব্যবহার করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করবেন। 

গতকালই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইউক্রেনের জন্য ছয় হাজার একশ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাস করেছে। পেন্টাগন বলছে, এই প্যাকেজের আওতায় আমেরিকা ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা সরবরাহ এবং আর্টিলারি সক্ষমতা বাড়ানোর কাজ করবে। এই বিল পাসের পর প্যাট রাইডার ইউক্রেনে বাড়তি সামরিক উপদেষ্টা পাঠানোর কথা ঘোষণা করলেন। 

যদিও তিনি পরিষ্কার করেননি যে, কত সংখ্যক সামরিক উপদেষ্টা নতুন করে পাঠানো হবে তবে বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্র পলিটিকোকে বলেছে যে, এ সংখ্যা ৬০ পর্যন্ত হতে পারে।#

342/