‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৩ এপ্রিল ২০২৪

৫:৫২:০৯ PM
1453512

ইসরাইল কমান্ড সেন্টার ও টানেল ধ্বংসে ব্যর্থ; টিকে থাকবে হামাস

আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকা বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের তৈরি টানেল ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী। এ কারণে ইসরাইলের চলমান আগ্রাসন সত্ত্বেও গাজার এই প্রতিরোধ যোদ্ধারা টিকে থাকবে এবং ঘুরে দাঁড়াবে।

আমেরিকার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি গতকাল (সোমবার) বলেছে, গাজার বিস্তৃত টানেল ব্যবস্থাকে ধ্বংস করতে পারেনি ইসরাইল, যেসব টানেল শত শত মাইল জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা ১৫ তলা ভবনের সমান। 

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার টানেল ব্যবস্থায় বিশাল বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স রয়েছে যা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। 

পত্রিকাটি বলছে, হামাসের ক্ষয়ক্ষতি সত্ত্বেও সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এখনো বহাল রয়েছে এবং তারা টানেল এবং অপারেশন সেন্টারের একটি সুবিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্কে অবস্থান করেন। ভূগর্ভস্থ টানেল হামাসকে টিকে থাকতে এবং যুদ্ধ বন্ধের পর তাদের পুনর্গঠনে ভূমিকা রাখবে।

নিউ টাইমস আরো বলেছে, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা এবং গাজার যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্ত করাসহ যেসব প্রাথমিক লক্ষ্য নিয়ে ইহুদিবাদী ইসরাইল গাজায় চলমান হত্যাযজ্ঞ শুরু করেছিল সেসব লক্ষ্যের কোনটাই অর্জন করতে পারেনি।#

342/