‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৩ এপ্রিল ২০২৪

৫:৫৪:৪৭ PM
1453516

ইরান ও পাকিস্তানের মধ্যে ‘অবিচ্ছেদ্য’ সম্পর্ক বিদ্যমান: প্রেসিডেন্ট রায়িসি

পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের ‘অবিচ্ছেদ্য’ সম্পর্ক রয়েছে এবং সকল ক্ষেত্রে দু’দেশ তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে বদ্ধপরিকর।

তিনি গতকাল (সোমবার) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন।

রায়িসি বলেন, পাকিস্তান ও ইরানের উচিত দু’দেশের জনগণের স্বার্থে তাদের বিশাল সক্ষমতাকে ব্যবহার করা।

তিনি বলেন, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা, সংঘবদ্ধ অপরাধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তেহরান ও ইসলামাবাদ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। মানবাধিকার রক্ষার লক্ষ্যে দু’দেশে নিজেদের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার ওপরও জোর দিয়েছে বলে জানান ইরানের প্রধান নির্বাহী।

তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে বর্তমানে যে বাণিজ্য বিনিময় রয়েছে তা মোটেই সন্তোষজনক নয়; এই বিনিময়কে উভয় দেশ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়।

রায়িসি বলেন, ইরানি জনগণ তাদের দেশের ওপর পশ্চিমাদের আরোপিত নিষ্ঠুর নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নতির এই অভিজ্ঞতাকে ইসলামাবাদের সঙ্গে ভাগাভাগি করতে চায় তেহরান।

যৌথ সংবাদ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার ব্যাপারে তেহরান ও ইসলামাবাদ উদ্বেগ প্রকাশ করেছে এবং দু’দেশ অবিলম্বে এ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছে। তিনি জেরুজালেম  আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

সোমবার প্রেসিডেন্ট রায়িসি ও প্রধানমন্ত্রী শরিফের উপস্থিতিতে ইরান ও পাকিস্তানের মধ্যে ৮টি সমঝোতা স্মারক সই হয়। এসব সমঝোতা অনুযায়ী বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে দু’দেশ নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করবে।#

342/