‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৪ এপ্রিল ২০২৪

৭:১৬:৪১ PM
1453806

ইরানের চূড়ান্ত জবাবে ইসরাইলের হিসাব ওলটপালট: হামাস

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন প্রতিশোধমূলক হামলার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির সামরিক মুখপাত্র আবু উবায়দা প্রায় দেড় মাসের নীরবতা ভেঙে মঙ্গলবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ প্রশংসা করেন।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের চূড়ান্ত জবাব ইহুদিবাদী শত্রুর সব হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়েছে। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার জবাবে গত ১৩ এপ্রিল ইসরাইলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সেকথা উল্লেখ করে আবু ওবায়দা এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ইরানের প্রতিক্রিয়ার আকৃতি ও ধরন একটি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিয়েছে এবং দখলদারদের সকল হিসাব-নিকাশ চূর্ণবিচূর্ণ করেছে।” হামাসের এই মুখপাত্র তার সংগঠনের অবস্থান ঘোষণা করে বলেন, প্রতিরোধ আন্দোলন তাদের শক্তিমত্তা প্রদর্শন অব্যাহত রাখবে।  আবু ওবায়দা এর আগে গত ৮ মার্চ তার সর্বশেষ বক্তব্য প্রকাশ করেছিলেন।

গাজা উপত্যকায় হামাসের সকল ব্যাটেলিয়ন ধ্বংস করে ফেলার যে দাবি ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু করেছেন তাকে ‘ডাহা মিথ্যা’ বলে আখ্যায়িত করে আবু আবু উবায়দা। তিনি বলেন, বিগত ২০০ দিনে দখলদার সেনারা গণহত্যা, জাতিগত শুদ্ধি অভিযান ও ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, ‘অপরাধী’ ইসরাইল সরকার নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া হয়ে উঠলেও দিন দিন তার জন্য আরো বেশি অপমান অপেক্ষা করছে। গাজা উপত্যকার যে জলাভূমিতে তার পা আটকে গেছে তা থেকে বেরিয়ে যাওয়া তার জন্য দুষ্কর হবে।

তিনি বলেন, ২০০ দিনের আগ্রাসন প্রতিহত করার পরও প্রতিরোধ আন্দোলন পাহাড়ের মতো অটল ও অবিচল রয়েছে। আবু উবায়দা বলেন, গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত দখলদার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে হামাস।#