‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৪ এপ্রিল ২০২৪

৭:২৪:২০ PM
1453815

সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা সম্মেলনে শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা

নিরাপত্তা বিষয়ক দু’টি সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে গেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান।

তিনি মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে পৌঁছালে রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি তাঁকে স্বাগত জানান।

রাশিয়ার সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাট্রুশেভের আমন্ত্রণে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

রাশিয়া সফরে সেন্ট পিটার্সবার্গ নিরাপত্তা ফোরামে যোগ দেবেন আহমাদিয়ান। ওই ফোরামে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন।

এছাড়া তিনি ব্রিকস জোটের নিরাপত্তা প্রধানদের এক সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি এসব কর্মকর্তার সঙ্গে আলাদা আলাদা বৈঠকে মিলিত হবেন।

মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দরে পৌঁছে আহমাদিয়ান বলেছেন, রাশিয়ায় অনুষ্ঠিত দু’টি নিরাপত্তা সম্মেলনে তিনি ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগাসনের শিকার গাজাবাসী ফিলিস্তিনিদের দুর্দশার কথা তুলে ধরবেন। এছাড়া, সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে ইসরাইল যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে সেকথাও তুলে ধরার চেষ্টা করবেন আহমাদিয়ান। #


342/