সাম্প্রতিক বছরগুলোতে রুশ সরকার বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়ে আসছে এবং পশ্চিমা সরকারগুলোর অশুভ উদ্দেশ্য সম্পর্কে গোটা বিশ্বকে সতর্ক করছে।
আল-মায়াদিন টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ পশ্চিমাদের আধিপত্য বজায় রাখার অপচেষ্টার প্রতি ইঙ্গিত করে বলেন, উপনিবেশবাদীদের উত্তরসূরীরা এখন অর্থনীতিকে ব্যবহার করে তাদের লক্ষ্য হাসিল করতে চাইছে। বিশেষ করে নিষেধাজ্ঞা আরোপের নীতির মধ্যদিয়ে তাদের লক্ষ্য-উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে।
'বহু মেরুকেন্দ্রিক বিশ্ব গড়ার পক্ষে বিশ্বের সংখ্যাগরিষ্ঠের অবস্থান' শীর্ষক এক আন্তর্জাতিক ফোরামে মেদভেদেভ বলেন, যেকোনো আন্তর্জাতিক বিধিনিষেধ শুধুমাত্র আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘের সনদের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এরপরও পশ্চিমারা এর উল্টো চেষ্টাটাই চালাচ্ছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান বলেন, বিশ্বের কিছু দেশ বিশেষ করে পশ্চিমা দেশগুলো শত শত বছর ধরে ঔপনিবেশিক ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছে। এখনও তারা একই কায়দায় বিশ্বের প্রাকৃতিক এবং মানব সম্পদসহ বস্তুগত সব সম্পদের উপর তাদের আধিপত্য ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় অবশ্যই জাতিসংঘ সনদ ভিত্তিক আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা রক্ষায় সচেষ্ট থাকতে হবে। একটি নৈরাজ্যকর বিশ্বব্যবস্থা চাপিয়ে দিয়ে সেটাকে আবার নিয়মতান্ত্রিক বিশ্বব্যবস্থা হিসেবে বর্ণনা করার প্রবণতা রুখে দিতে হবে।
পশ্চিমা দেশগুলো নিজেদের স্বার্থে এ ধরণের ভুল ব্যাখ্যা করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।#
342/