‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২২ জুন ২০২৪

৫:১১:০৯ PM
1467077

একনজরে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক উত্তেজনা

পার্সটুডে- মার্কিন কর্মকর্তারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আক্রমণাত্মক কথাবার্তা ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা প্রশমনের মার্কিন কূটনৈতিক প্রচেষ্টাকে ভণ্ডুল করে দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের তিন পদস্থ কর্মকর্তা বলছেন, তারা এই আশঙ্কায় রয়েছেন যে, নেতানিয়াহুর একরোখা আচরণের কারণে দুই মিত্র দেশের সম্পর্ক এমন জায়গায় পৌঁছাতে পারে যাতে লেবাননের হিজবুল্লাহ ও ইরানের সামনে ইসরাইলের টিকে থাকার ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, ইসরাইলি গণমাধ্যমগুলো জানাচ্ছে যে, গাজা উপত্যকার প্রতি সংহতি জানিয়ে লেবাননের হিজবুল্লাহ ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষকে শক্তিশালী ও অটুট রাখার যে পদক্ষেপ নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বিশেষ প্রতিনিধি অ্যামোস হকস্টেইন লেবানন থেকে খালি হাতে তেল আবিবে ফিরে গেছেন।

কয়েকদিন আগে হকস্টেইন বৈরুতে লেবাননের পার্লামেন্ট স্পিকার নবি বেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যে সীমান্ত সংঘাত চলছে তা বড় আকারে ছড়িয়ে পড়ুক ওয়াশিংটন তা চায় না।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ওই সংবাদ সম্মেলনে লেবানন-ইসরাইল সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত ভয়ঙ্কর বলে বর্ণনা করেন।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মার্কিন বিশেষ প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে বলেন, সবার আগে ইসরাইলকে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন ও দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করা বন্ধ করতে হবে।

মিকাতি বলেন: আমরা উত্তেজনা প্রশমন, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, ইসরাইলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ এবং ইসরাইল যে পদ্ধতিগত অপরাধ ও ধ্বংসযজ্ঞ শুরু করেছে তা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। 

এদিকে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বুধবার এক ভাষণে সাইপ্রাসের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিয়েছেন তার জবাবে দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস বলেছেন, সাইপ্রাস কখনই গাজা উপত্যকা কিংবা দক্ষিণ লেবাননের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের সহযোগী হবে না।

সাইয়্যেদ নাসরুল্লাহ তার বুধবারের ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, লেবাননের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনে সাইপ্রাস যদি তার কোনো বিমানবন্দর বা সামরিক স্থাপনা ব্যবহার করতে দেয় তাহলে হিজবুল্লাহ সাইপ্রাসকে টার্গেটে পরিণত করবে।

এদিকে ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে লেবাননের সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে।

অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের উত্তরে অবস্থিত বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর আগ্রাসন শুরু করার পরদিন ৮ অক্টোবর থেকে উত্তর ইসরাইলে অবস্থিত বিভিন্ন ইহুদি বসতি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপকভাবে হামলা শুরু করে লেবাননের হিজবুল্লাহ। এই সংগঠনের হামলার ভয়ে উত্তর ইসরাইলের বিস্তীর্ণ এলাকার ইহুদিবাদীরা মধ্য ও দক্ষিণ ইসরাইলে পালিয়ে যায়। তারা এখন পর্যন্ত তাদের ঘরবাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছে।#


342/