‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৪ জানুয়ারী ২০২৫

৩:৩৪:০১ PM
1519927

কোন ছবিটি বাস্তব?

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একজন ব্যবহারকারী "দ্য পিয়ানিস্ট" চলচ্চিত্র এবং গাজার 'কামাল আল-আদওয়ান' হাসপাতালের প্রধান হুসাম আবু সাফিয়ার প্রতিবাদের দৃশ্যের মধ্যে একটি তুলনা করেছেন।

ইলিয়াস নামের ওই এক্স ব্যবহারকারী, হলিউড মুভি "দ্য পিয়ানিস্ট"-এর একটি পোস্টার এবং গাজার কামাল আদওয়ান হাসপাতালের প্রধান ডা. হুসাম আবু সাফিয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন: "একটি চলচ্চিত্র, অপরটি বাস্তব।"

পার্স টুডে জানিয়েছে, রোমান পোলানস্কি ২০০২ সালে "দ্য পিয়ানিস্ট" মুভিটি তৈরি করেছিলেন। পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত এই মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের নিপীড়িত জীবনের একটি প্রাণবন্ত বিবরণ। এই মুভির গল্প এগিয়েছে “ওয়াডিসোওয়াফ স্পিলম্যান” এক পোলিশ-ইহুদী পিয়ানোবাদক-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি অধিকৃত পোল্যান্ড-এ বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে।

অন্যদিকে, গাজা উপত্যকার উত্তরে ইহুদিবাদী হানাদার বাহিনীর ট্যাঙ্কের সামনে বিক্ষোভরত ডা. হুসাম আবু সাফিয়া-এর ছবিগুলো ফিলিস্তিনি জনগণের ওপর দমন-পীড়ন এবং ইসরাইলি শাসকগোষ্ঠীর অপরাধযজ্ঞের বাস্তব চিত্র। .

ইসরাইলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা আমেরিকার এবিসি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, কামাল আল-আদওয়ান হাসপাতালের পরিচালক "হুসাম আবু সাফিয়া" ইহুদিবাদীদের হাতে বন্দি হয়েছেন। জাতিসংঘ তাঁর মুক্তি ও গাজায় চিকিৎসাকেন্দ্রে হামলা বন্ধের দাবি জানিয়েছে।

২০০৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে, ইসরাইলি শাসকগোষ্ঠী ফিলিস্তিনের নীরিহ ও নির্যাতিত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে একটি নতুন গণহত্যা শুরু করেছে।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ১ লাখ ৮ হাজারেরও বেশি আহত হয়েছে।

ইসরাইলের অস্তিত্ব গড়ে ওঠে ১৯১৭ সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ যুগিয়ে। ১৯৪৮ সালে ইসরাইল তার আনুষ্ঠানিক অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেয়ার  নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়েছে।#


342/