‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২১ জানুয়ারী ২০২৫

৭:২১:২৩ PM
1524717

শপথের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করলেন

পার্সটুডে: হোয়াইট হাউসে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টা পর ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার এবং কংগ্রেসের বিদ্রোহীদের সাধারণ ক্ষমাসহ একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির প্রথম ঘন্টাগুলি ছিল নির্বাহী আদেশের বন্যায় স্বাক্ষর করা অথবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা আদেশ প্রত্যাহারের মাধ্যমে। পার্সটুডে অনুসারে,১লা ফেব্রুয়ারী সোমবার ট্রাম্প যে কয়েকটি গুরুত্বপূর্ণ আদেশে স্বাক্ষর করেছেন তার মধ্যে কয়েকটি নিম্নরূপ

অবৈধ অভিবাসন এবং মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন ইস্যুতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সেনাবাহিনীকে সীমান্ত সুরক্ষায় সহায়তা করার নির্দেশ দেন। এ ছাড়া,শরণার্থী গ্রহণে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি বংশোদ্ভূত দম্পতির শিশুদের নাগরিকত্ব সীমিত করার পদক্ষেপ নেন।

এছাড়া অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনকে সীমান্ত প্রাচীর নির্মাণ, বন্দীশিবির এবং অভিবাসীদের স্থানান্তরে সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করার নির্দেশ দেন এবং প্রয়োজন হলে সীমান্তে সেনা পাঠানোর ক্ষমতা প্রতিরক্ষামন্ত্রী দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

ক্যাপিটলে দাঙ্গায় গ্রেপ্তার ১৫০০ জনকে মুক্তি দিতে ট্রাম্পের সই

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজের প্রায় ১ হাজার ৫০০ সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এসব ব্যক্তি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। এ বিষয়ে ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় করা মামলার প্রধান আইনি কৌঁসুলি ড্যারেক স্ট্রম বলেন, বন্দীরা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার রাতের আগেই ওয়াশিংটনের কারাগার থেকে মুক্তি পাবেন বলে তিনি আশা করছেন। ক্যাপিটলে দাঙ্গায় জড়িত হাজার দেড়েক সমর্থককে মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি তা বাস্তবায়ন করলেন।

সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় কিউবাকে পুনঃস্থাপন করা

এই দিনে ট্রাম্প সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তও বাতিল করেন।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।

মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীরে সহিংসতাকারী উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন।

প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ফের সরিয়ে নিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারো যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই এ পদক্ষেপ নেন তিনি।

এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক গ্রিনহাউজ গ্যাস নির্গতকারী দেশকে এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে চলা বৈশ্বিক লড়াই প্রচেষ্টা থেকে সরিয়ে নিলেন ট্রাম্প।

সোমবার ওয়াশিংটন ডিসির স্পোর্টস ভেন্যু ক্যাপিটাল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের সামনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। স্বাক্ষর করার আগে তিনি বলেন,“আমি অবিলম্বে ওই অন্যায্য, একপেশে প্যারিস জলবায়ু চুক্তি প্রতারণা থেকে প্রত্যাহার করছি। চীন যখন দায়মুক্তি পাচ্ছে তখন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে আমাদের নিজেদের শিল্পের ক্ষতি করতে পারে না।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে যাবে। বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি কোভিড-১৯ মহামারী ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকটের সময় ভুলভাবে পরিচালিত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

ট্রাম্প বলেছেন, ডব্লিউএইচও ‘সদস্য রাষ্ট্রগুলোর অসঙ্গত রাজনৈতিক হস্তক্ষেপ’ এড়িয়ে স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে। সংস্থাটি চীনের মতো অন্য বড় দেশগুলো থেকে যে অর্থ পাচ্ছে তার তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ‘পীড়াদায়কভাবে বেশি অর্থ নিচ্ছে’। দ্বিতীয় মেয়াদে অভিষেকের কিছুক্ষণ পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করতে করতে ট্রাম্প বলেন, “বিশ্ব স্বাস্থ্য (সংস্থা) আমাদের ছিবড়ে ফেলেছে, প্রত্যেকেই যুক্তরাষ্ট্রকে ছিবড়ে ফেলছে। এটি আর হতে যাচ্ছে না।”

রয়টার্স জানায়, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র ১২ মাসের মধ্যে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি থেকে বের হয়ে যাবে এবং সংস্থাটিকে দেওয়া সব ধরনের চাঁদা বন্ধ করে দেবে।

ডব্লিউএইচওর সামগ্রিক তহবিলের ১৮ শতাংশের যোগান দেওয়া যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত সংস্থাটির সবচেয়ে বড় দাতা। ২০২৪-২৫ সালের জন্য ডব্লিউএইচওর দ্বিবার্ষিক বাজেট ৬৮০ কোটি ডলার। হোয়াইট হাউজের দপ্তরে ডব্লিউএইচওর নথিতে স্বাক্ষরের সময় সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট মন্তব্য করেন, "ওহ, এটি বড় এক পক্ষ।” বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য রয়টার্সের জানানো অনুরোধে ডব্লিউএইচও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিলেন ট্রাম্প। কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়াকালে তার প্রশাসন ২০২০ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে প্রত্যাহার করে নিয়েছিল। তবে পরবর্তীতে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট জো বাইডেন সেই সিদ্ধান্ত উল্টে দেন।

জো বাইডেন যুগের ৭৮টি নির্বাহী আদেশ,পদক্ষেপ এবং নির্দেশ বাতিল

সোমবার ট্রাম্প জো বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী আদেশ, প্রেসিডেন্ট স্মারকলিপি এবং এ সম্পর্কিত পদক্ষেপ বাতিল করার আদেশও জারি করেছেন।

১ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো এবং কানাডার উপর শুল্ক আরোপ করা হবে

নতুন মার্কিন প্রেসিডেন্ট আরও ঘোষণা করেছেন যে তিনি ১ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো এবং কানাডার উপর শুল্ক আরোপ করবেন। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন যে তিনি এই দুই দেশ থেকে আমদানির উপর ২৫% শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।

ট্রাম্পকে চীনের উপর শুল্ক আরোপ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি উত্তর দিয়েছিলেন, তার প্রথম মেয়াদের সময় চীনের উপর তিনি যে শুল্ক আরোপ করেছিলেন তা এখনও বহাল রয়েছে।