‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১৭ জুলাই ২০১০

৭:৩০:০০ PM
189092

করাচীতে হযরত ফাতেমা যাহরা (আ.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

করাচীর মুসলিম ঐক্য পরিষদ ‘হযরত ফাতেমা যাহরা (সা. আ.)’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: করাচী মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ সেমিনার এ অঞ্চলের প্রখ্যাত ধর্মীয় আলেম ও মুসলিম ঐক্য পরিষদের প্রধান ‘মাওলানা মাযহার কাযেমী’, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর মহত্ব ও ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখেন।

তিনি বলেন: একমাত্র ইসলাম ধর্মই নারীর অধিকারের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে।

এ প্রখ্যাত আলেম হযরত ফাতেমা যাহরা (সা. আ.) কে সকল নারীর আদর্শ হিসেবে উল্লেখ করে বলেন: হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ছিলেন একজন আদর্শ কন্যা, স্ত্রী ও মা। এ ক্ষেত্রে তিনি সকল নারীদের অনুসরণীয় আদর্শ।

তিনি আরো বলেন: শুধুমাত্র তাঁর (আ.) অনুসরণের মাধ্যমে এমন আদর্শ সন্তান উপহার দিতে পারবে যারা সমাজে ইসলামের ভিত্তিকে মজবুত ও শক্তিশালী করতে পারবে।

উল্লেখ্য যে, ‘মাওলানা মনোয়ার নাকাভী’, ইসলামি ঐক্য পরিষদ ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বেশ কয়েকজন আলেমও এ সম্মেলনে বক্তব্য রাখেন।