‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৭ আগস্ট ২০১০

৭:৩০:০০ PM
189096

মিসরীয় এক গবেষক ইমামদের (আ.) সংখ্যা এবং তাদের নিষ্পাপত্বকে প্রমাণ করেছেন

আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এক মিসরীয় গবেষক ও খতিব, পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে ইমামগণ (আ.) এর সংখ্যা এবং ইমামগণ (আ.) এর নিষ্পাপ হওয়ার বিষয়টি প্রমাণ করে আহলে বাইত (আ.) এর মাযহাবের অনুসারীদের আকিদাকে সমর্থন করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট:  ‘ড. মাজদি ওয়াহবাতাশ শাফেয়ী’ পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে ইমামগণ (আ.) এর সংখ্যা এবং তাদের নিষ্পাপত্ব প্রমাণ করেছেন।

এ প্রতিবেদনের ভিত্তিতে, ইমামতের ধারা আমিরুল মু’মিনীন আলী (আ.) এর মাধ্যমে শুরু হয়ে ইমাম মাহদী (আ.) এ শেষ হয় এবং নিষ্পাপ ব্যক্তিদের সংখ্যা ১৪ জন বলে তিনি দাবী করেছেন।

মিসরীয় এক পত্রিকায় প্রকাশিত এ খবরে বলা হয়েছে: নিঃসন্দেহে সংখ্যার ভিত্তিতে কোরআনের আয়াতসমূহের প্রতিটি সমষ্টির বিশেষ অর্থ রয়েছে, যেমন: পবিত্র কোরআন یوم (দিন) শব্দটি সর্বমোট ৩৬৫ বার বর্ণিত হয়েছে, আর এটা দ্বারা প্রমাণিত হয় যে, বছরের সর্বমোট দিনের সংখ্যাও ৩৬৫। তদ্রূপভাবে কোরআনে شهر (মাস) শব্দটি বারো বার উল্লিখিত হয়েছে এবং আমরা দেখতে পাই যে, ১২ মাসে এক বছর।

এ খবরে আরো বলা হয়েছে: الامامة (ইমামত) শব্দটিও পবিত্র কোরআনে ১২ বার এসেছে যার অর্থ হলো ১২ জন ইমাম এবং মহানবী (স.) হতে বর্ণিত এক রেওয়ায়েতের ভিত্তিতে এ ইমামতের ধারা হযরত আলী (আ.), ইমাম হাসান (আ.) ও ইমাম হুসাইন (আ.) এর মাধ্যমে শুরু হয়ে তৃতীয় ইমামের ৯ জন সন্তান এ ১২ জনের অন্তর্ভুক্ত।

নিম্নে ঐ ১২টি আয়াত উল্লেখ করা হল যাতে ইমামত শব্দটি উল্লিখিত হয়েছে:

1- سورة البقرة، الآية 124: {وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَاماً قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لاَ يَنَالُ عَهْدِي الظَّالِمِين}.

 

2- سورة المائدة، الآية 12: {وَلَقَدْ أَخَذَ اللّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيباً وَقَالَ اللّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلاَةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَآمَنتُم بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللّهَ قَرْضاً حَسَناً لأُكَفِّرَنَّ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَلأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ فَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاء السَّبِيل}.

 

3- سورة هود، الآية