‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
মঙ্গলবার

১৭ আগস্ট ২০১০

৭:৩০:০০ PM
192384

একটি সত্য স্বপ্ন

একটি সত্য স্বপ্ন একরাতে শেইখ মুফিদ স্বপ্নে দেখলেন যে, বাগদাদের কারাখ মসজিদে বসে আছেন। এমন সময় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ইমাম হাসান (আ.) ও ইমাম হুসাইন (আ.) এর হাত ধরে তার নিকট এসে বললেন: হে শেইখ! এদেরকে ফিকাহ শাস্ত্র শিক্ষা দাও! শেইখ মুফিদের ঘুম ভেঙ্গে গেল, তিনি আশ্চার্য হয়ে চিন্তা করতে লাগলেন যে, আমি কে যে, দুই ইমামকে শিক্ষা দেব?! অপর দিকে তিনি ভাবলেন স্বপ্নে মাসুমগণকে দেখা কখনই অশুভ ও শয়তানী স্বপ্ন হতে পারে না। পরদিন সকালে তিনি যখন বিছানা ছাড়লেন সারাক্ষণ গতরাতের স্বপ্ন সম্পর্কেই ভাবতে লাগলেন এবং মসজিদের সেই স্থানে যেয়ে বসে পড়লেন। এমন সময় একজন সম্ভ্রান্ত মহিলাকে দেখলেন যে, দাসীরা তাঁর চারপাশে ঘিরে আছে এবং তিনি তাঁর দুই পুত্রের হাত ধরে তার নিকট এসে বললেন: ‘এদের দুই জনকে ফিকাহ শিক্ষা দিন!শেইখ মুফিদ তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলেন। অতঃপর ঐ দুই জনকে যত্নসহকারে শিক্ষা দিতে শুরু করলেন। তিনি তাদের উভয়কে অত্যন্ত সম্মান করতেন। সেই দুই বালক সাইয়্যেদ মোর্ত্তজা (যিনি শারিফ নামে প্রসিদ্ধি লাভ করেন) এবং সাইয়্যেদ রাজী (যিনি আলমুল হুদা নামে প্রসিদ্ধ) বৈ আর কেউ নন, যারা পরবর্তী কালে প্রখ্যাত ফকীহ হিসেবে আত্ম প্রকাশ করেছিলেন।#