‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২০ ফেব্রুয়ারী ২০১১

৮:৩০:০০ PM
228000

ইরানের ৩২তম ইসলামি বিপ্লব বার্ষিকীর সেমিনারে বক্তারা;

মুসলমানদের বৃহত্তর ঐক্যের মাধ্যমে ইসলাম বিরোধী শক্তিকে মোকাবেলা করতে হবে

গত শনিবার ইসলামি বিপ্লবের ৩২তম বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহম্মদ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনার ও সুধী সমাবেশে বক্তারা বলেছেন, বিশ্বের মুসলমানদের মধ্যে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে ইসলাম বিরোধী আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির মোকাবেলা করতে হবে। শিয়া-সুন্নি বিভেদ ভুলে লড়াই করা সম্ভব হলে ইসলামি বিপ্লব আরো ত্বরান্বিত হবে। বক্তারা আরো বলেন: ৩২ বছর আগে আয়াতুল্লাহ ইমাম খোমেনী (রহ.) ঐক্যের ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়েই ইরানে ইসলামি বিপ্লব প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। এখন পর্যন্ত ইরান বিশ্বের নির্যাতিত-নিপিড়িত মুসলমানদের পক্ষে কাজ করে যাচ্ছে।

গত শনিবার বিকেলে নগরীর আলতাপোল লেনস্থ ইসলামি শিক্ষা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলীল রাজাভী। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন তালিমুল মিল্লাত রহমাতিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নাজমুস সউদ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আব্দুল আজিজ। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জাহানাবাদ সম্পাদন এ্যাডঃ মোঃ জাকির হোসেন ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার সাধারণ সম্পাদক হাসান আহম্মদ মোল্লা। আলোচনায় অংশ নেন প্রফেসর মোঃ ইয়াহইয়া।

সেমিনারে বক্তারা ইরানের ইসলামি বিপ্লব থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে বলেন: আজ আমেরিকা ও তার দোসররা বিশ্বব্যাপী তাবেদার রাষ্ট্র সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। যে কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। এর মধ্যে একমাত্র ইরান-ই পশ্চিমা বিশ্বের কাছে আতংকের দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় ইসলামি বিপ্লবকে এগিয়ে নিতে আলেম সমাজসহ সকল মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

উল্লেখ্য, আলোচনা সভার শেষে মিশরসহ বিশ্বের সকল নির্যাতিত-নিপিড়িত মুসলমানদের জন্য দোয়া করা হয়।

(বার্তা প্রেরক: মোঃ ইকবাল, আহবায়ক, ৩২তম বিপ্লব বার্ষিকী উদযাপন কমিটি, খুলনা।)#