‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : মারকাযে খাবারে হওযেহ
শুক্রবার

৯ মার্চ ২০১২

৮:৩০:০০ PM
301679

আযানের মধুর ধ্বনিতে মুসলমান হলেন জর্জীয়ান এক শিক্ষিকা

জর্জিয়ার এক শিক্ষিকা কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে মুসলমান হয়েছেন এবং ‘মারিয়াম’ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জর্জিয়ান শিক্ষিকা ‘আনা দার সাফালিড্‌যে’, তুরস্কের কোনিয়া প্রদেশের ‘বাই শাহির’ শহরের দারুল আফতা’ (ফতওয়া বিষয়ক কার্যালয়)-এ উপস্থিত হয়ে কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে মুসলমান হয়েছেন এবং মারিয়াম নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন।

এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, তিনি তুরস্কের ‘বাই শাহির’ শহরে এক বছর যাবত জীবন-যাপন করেছেন এবং এ সময়ে ইসলামি রীতি-প্রথা সম্পর্কে পরিচিতি লাভ করেছেন।

এ শহরের মুফতি ‘মুস্তাফা তাকিন’ বলেন : জর্জীয় ঐ শিক্ষিকার মুসলমান হওয়ার খুশিতে দারুল আফতা’তে একটি মাহফিলের আয়োজন করা হবে, যদিও মারিয়াম নিজে এ অনুষ্ঠানে অংশগ্রহণে প্রস্তুত নয় এবং আমরাও তার এ ইচ্ছার প্রতি সম্মান প্রদান করেছি।

মুস্তাফা তাকিন বলেন : ‘আনা দার সাফালিড্‌যে’ বলেছেন যে, এ শহরে অবস্থানকালীন সময়ে যে আযানের ধ্বনি ও পবিত্র কুরআন তেলাওয়াত শুনেছে তা হতে তিনি অত্যাধিক প্রভাবিত হয়েছেন।

তিনি আরো বলেন : মারিয়াম পবিত্র কুরআনের কিছু কিছু সূরা শিখেছেন এবং সেগুলো উত্তমরূপে তেলাওয়াত করতে পারেন এছাড়া সূরা ফাতেহাসহ অন্যান্য যে সকল সূরা নামায পড়ার জন্য প্রয়োজন সেগুলো মুখস্থ করেছেন।#