‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৮ সেপ্টেম্বর ২০১২

৭:৩০:০০ PM
349107

সেনেগালে ‘ইসলাম ও নৈতিকতা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

হজ্বের মৌসুমের সফর শুরু হওয়ার প্রাক্কালে, সেনেগালের রাজধানী ডাকারে’র ‘ড্যানিল সোনারো’ সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে ‘ইসলাম ও নৈতিকতা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রিত প্রায় দেড় সহস্রাধিক নারী এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ সম্মেলন সেনেগালের উইম্যান্স এ্যাসোসিয়েশন অভ মুসলিম ট্রেডার্সের উদ্যোগে এবং ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, স্থানীয় প্রতিনিধিগণ, সরকারী কর্মকর্তাগণসহ বিভিন্ন মাযহাবের ধর্মীয় নেতা (তিজানিয়া, মুরিদিয়া, কাদিরিয়া ও লাইন ইত্যাদি মাযহাবের নেতা), রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের –যেমন : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত- অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন মাযহাবের অনুসারীরা ইসলামি সঙ্গীত পরিবেশন করেন। এরপর ইমাম মাহদী (আ. ফা.) এর শানে কাসিদা পরিবেশণ করেন স্থানীয় এক ধর্মীয় আলেম।

এ সম্মেলনে সেনেগালের সংসদ সদস্য জনাব ‘ফাল’, অতঃপর মিসেস ‘আরমা চিয়াম জাঙ্গ’ বক্তব্য রাখেন। মিসেস জাঙ্গ ২০০৬ সালে এ নারী সংগঠনের প্রতিষ্ঠার বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে বলেন : বর্তমানে সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনে সক্রিয় প্রায় ২৫০০০ নারী উইম্যান্স এ্যাসোসিয়েশন অভ মুসলিম ট্রেডার্সের সদস্য।

সেনেগালের বিশিষ্ট ইসলাম ধর্ম বিশেষজ্ঞ ও এ সম্মেলনের সভাপতি ‘ইবরাহিম মাহমুদ জুপ’, ইসলাম ও নৈতিকতা এবং নৈতিকতার পরিপূর্ণতার ব্যাপারে ইসলাম ধর্মের গুরুত্বারোপের কথা উল্লেখ করে বলেন : মহানবী (স.) এর আগমনের অন্যতম মূখ্য উদ্দেশ্য ছিল নৈতিকতার পরিপূর্ণতা দান করা।

তিনি বলেন : আহলে বাইত (আ.) হতে বর্ণিত হাদীসসমূহে -বিশেষতঃ ইমাম যায়নুল আবেদীন (আ.) ও ইমাম আলী (আ.) হতে বর্ণিত হাদীসসমূহে- অনেক অর্থবহ ও গভীর দোয়া রয়েছে, যা মানুষকে দোয়ার বিষয়ে গুরুত্বদানের প্রতি নির্দেশনা দেয়।

ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান জনাব যাকেরী, হজ্বের গুরুত্বের এবং হজ্ব বিষয়ক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত নারীদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। এ সময় তিনি মুসলমানদের মাঝে ঐক্য সৃষ্টির প্রয়োজনীয়তার বিষয়ে ইমাম খোমেনী (রহ.) এর মতামতের প্রতি ইশারা করে বলেন : মুসলিম ঐক্যের বাস্তবরূপ দান করার জন্য হজ্ব হচ্ছে সর্বোত্তম সুযোগ।

উল্লেখ্য, সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে খ্রিষ্টান যুবতী ‘আদিস’ স্টেজে উপস্থিত হয়ে শাহাদাতাইন পাঠের মাধ্যমে উস্তাদ জনাব জুপে’র উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় উপস্থিত শ্রোতারা তাকে অভিনন্দন জানায়। তিনি ‘নাফিসা’ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন।#

(রিপোর্ট : ফারাহানী)