‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
বৃহস্পতিবার

৩ জানুয়ারী ২০১৩

৭:১০:০০ PM
378290

ইন্তিফাদা আতঙ্কে ইসরাইল; পশ্চিম তীরে গণগ্রেফতার চলছে

ফিলিস্তিনের পশ্চিম তীরে সম্ভাব্য ‘ইন্তিফাদা’ বা ‘গণজাগরণ’ ঠেকাতে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করেছে আগ্রাসী ইসরাইলি বাহিনী।

বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের পশ্চিম তীরে সম্ভাব্য ইন্তিফাদা বা গণজাগরণ ঠেকাতে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করেছে আগ্রাসী ইসরাইলি বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি সেনা কর্মকর্তা জানান, বেশ কিছুদিন আগেই এ গ্রেফতার অভিযান শুরু হয়েছে এবং তা আরো জোরদার করা হবে। তিনি বলেন, “ইন্তিফাদা বা গণজাগরণ ঠেকাতে ফিলিস্তিনে গোয়েন্দা ততপরতা বৃদ্ধি ও সক্রিয় হামাস কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

গত মঙ্গলবার ছদ্মবেশী ইসরাইলি সেনারা ইসলামিক জিহাদের প্রতিরোধ যোদ্ধাদের গ্রেফতারের চেষ্টা চালায়। এ সময় জনতার পাথর বৃষ্টি ও তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারা।

ফিলিস্তিনী নিরাপত্তা সূত্র জানায়, এ সময় ইসরাইলি সেনাদের ছোঁড়া, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপে কয়েক ডজন ফিলিস্তিনী আহত হয়েছে।

ইসরাইলি সূত্র জানিয়েছে, এ ধরনের গ্রেফতার অভিযান 'রুটিন ওয়ার্ক, কিন্তু এর আগে ফিলিস্তিনীদের পক্ষ থেকে এমন প্রতিরোধের মুখে পড়েনি তারা।

ইসরাইল যে তৃতীয় ইন্তিফাদা বা গণজাগরণের আশঙ্কা করছে তা অপরিপক্ব বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি মন্তব্য করেছে।

গত ১৬ ডিসেম্বর ফিলিস্তিনের আল খলিল শহরের যুবকরা ন্যাশনাল ইউনিয়ন ব্যাটালিয়ন নামে একটি গ্রুপ তৈরি করে- যার উদ্দেশ্য হল দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইন্তিফাদা বা গণজাগরণ।

হামাস, ফাতাহ, ইসলামিক জিহাদ ও পিএফএলপি নতুন এ গ্রুপটি প্রতিষ্ঠা করে।#রেডিও তেহরান