‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শনিবার

১২ জানুয়ারী ২০১৩

৮:৩০:০০ PM
381127

ইসরাইলি সেনাদের বর্বরতা চলছে: পশ্চিম তীরে শহীদ হলেন ১ ফিলিস্তিনি

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এবারে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরতায় শহীদ হলেন এক ফিলিস্তিনি তরুণ।

বার্তা সংস্থা আবনা : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এবারে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরতায় শহীদ হলেন এক ফিলিস্তিনি তরুণ। পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহরের দক্ষিণে দুরা গ্রামে ইহুদিবাদী সেনাদের গুলিতে প্রাণ হারান তিনি। সেখানে ইসরাইলিদের নির্মিত বর্ণবাদী কাঁটা তারের বেড়া অতিক্রম করে নিজ কর্মস্থলে যাওয়ার চেষ্টা করার সময় ইসরাইলি সেনাদের গুলিতে ২১ বছরের ওই তরুণ নিহত হন।

ওই এলাকায় ইহুদিবাদী ইসরাইল একটি অবৈধ বসতি নির্মাণের চেষ্টা করছে। এর প্রতিবাদ জানানোর জন্য ফিলিস্তিনি এবং বিদেশি মানবাধিকার কর্মীরা একযোগে একটি শিবির স্থাপন করায় গত শুক্রবার থেকে ওই এলাকায় তীব্র উত্তেজনার চলছে।

ইহুদিবাদী ইসরাইলিরা বলপ্রয়োগে ওই শিবিরের কর্মীদের উতখাতের ততপরতা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। বসতি নির্মাণের এলাকায় যাওয়া যায় এমন সব সড়ক বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

অধিকৃত পশ্চিম তীর ও আল কুদস এলাকায় ১৯৬৭ সালের পর থেকে ইসরাইল শতাধিক বসতি নির্মাণ করেছে এবং এ সব এলাকায় পাঁচ লক্ষাধিক ইহুদিবাদী অভিবাসী বসবাস করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ ইশতেহারের লঙ্ঘন করে এসব বসতি নির্মাণ করা হয়েছে বলে পশ্চিম তীরের সব বসতিকে আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে গণ্য করছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ ছাড়া, তারা নতুন করেও যে কোনো বসতি নির্মাণের বিরোধিতা করছে।#রেডিও তেহরান