‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Fars
বৃহস্পতিবার

১৭ জানুয়ারী ২০১৩

১:২৭:০০ PM
382471

যুদ্ধবিরতীর পর হতে গাজায় ৪ ফিলিস্তিনী’র শাহাদাত ; আহত ৪৫

গাজায় যুদ্ধবিরতীর সময়ের শুরু হতে জায়নবাদী ইসরাইলি সৈন্যদের হামলায় এ অবধি ৪ ফিলিস্তিনী শহীদ এবং অপর ৪৫ জন আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মানবাধিকার বিষয়ক সংস্থা ‘দ্বামীর’ ঘোষণা করেছে যে, ফিলিস্তিনের বেসামরিক লোকদের বিরুদ্ধে জায়নবাদী ইসরাইলের অপরাধকর্মের বিষয়ে আমরা উদ্বিগ্ন।

আল-দ্বামির উল্লেখ করেছে যে, জায়নবাদীরা ইচ্ছা করেই বেসামরিক লোকদের উপর হামলা চালায়, আর এর মাধ্যমে তারা ২০১২ সালে মিশরের নজরদারীতে স্বাক্ষরীত যুদ্ধবিরতী চুক্তি লঙ্ঘন করেছে।

সংস্থাটির নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, গাজায় যুদ্ধ বিরতী ঘোষণার শুরু হতে এ পর্যন্ত ৪ জন ফিলিস্তিনী শহীদ এবং অপর ৪৫ জন আহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, জায়নবাদীরা সর্বশেষ ফিলিস্তিনী কিশোর ‘মুস্তাফা আব্দুল হাকিম মুস্তাফা আবু জাররাদ (১৯) এর উপর গুলি চালিয়ে তাকে হত্যা করেছে। গত সোমবার সন্ধ্য ৭টার দিকে গাজার সীমান্তবর্তী উত্তর অঞ্চলে অবস্থান নেয়া জায়নবাদী সৈন্যরা পরবর্তী দিন দুপুরে একটি কৃষিক্ষেত্রে উপস্থিত ফিলিস্তিনীদেরকে লক্ষ্য করে গুলি চালায়। উক্ত কৃষিক্ষেত্র বাইত লাহিয়ার সীমানা হতে ১০০ মিটার দূরত্বে অবস্থিত। জায়নবাদী সৈন্যদের এ হামলায় আবু জাররাদ মাথায় গুলিবিদ্ধ হয় এবং ঐ দিন বিকেলেই শহীদ হয়।

আল-দ্বামিরের প্রতিবেদনের ভিত্তিতে যুদ্ধবিরতী চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর হতে জায়নবাদী ইসরাইলি সৈন্যরা ৩৬ জন ফিলিস্তিনীকে গ্রেপ্তার করেছে। ঐ ৩৬ জনের মধ্যে ২৪ জনই হচ্ছে জেলে; যাদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। ২ শিশুসহ অপর ১১ জনকে গাজার পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে ১৯৪৮ সালে দখলকৃত অঞ্চলে প্রবেশের সময় এবং অপর একজনকে ‘ইরাজ’ নামক স্থান দিয়ে পশ্চিমতীরে প্রবেশের সময় গ্রেপ্তার করেছে। সে চিকিত্সার জন্য পশ্চিমতীরে প্রবেশের চেষ্টা করছিল।

আল-দ্বামিরের ঐ প্রতিবেদনে অপর পাঁচটি হামলা এবং গাজার অধিকাংশ প্রদেশ হতে মাটি নিয়ে যাওয়ার প্রতি ইশারা করেছে। সর্বশেষ হামলার ঘটনাটি গাজার দক্ষিন অঞ্চলীয় প্রদেশ খান ইউনুসের খাযায়াহ সিটিতে গত ১৪ জানুয়ারী সোমবার ঘটেছে।

সম্প্রতি জায়নবাদী ইসরাইল যুদ্ধবিরতী চুক্তি লঙ্ঘন করে যে হামলা ও অপরাধকর্মে লিপ্ত হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে মানবাধিকার বিষয়ক এ সংস্থা জানিয়েছে, জায়নবাদী সৈন্যদের এ সকল হামলা হতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ফিলিস্তিনের নিরীহ জনগণের জীবনের বিন্দুমাত্র মূল্যও ইসরাইলি সৈন্যদের নিকট নেই।

বার্তা সংস্থা ফারসের ওয়েব সাইটে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, জায়নবাদী ইসরাইলের এ সকল অপরাধকর্মের বিপরীতে আন্তর্জাতিক সমাজের নিরবতার ফলে জায়নবাদী ইসরাইল এ সকল অপরাধকর্ম এবং মানবাধিকার ও আন্তর্জাতিক লঙ্ঘন করার ক্ষেত্রে অধিক উত্সাহী হচ্ছে।

জায়নবাদী ইসরাইলের সকল প্রকার অপরাধজনিত তত্পরতা বিশেষতঃ নিরীহ ফিলিস্তিনীদের বিরুদ্ধে তাদের অপরাধকর্ম বন্ধের লক্ষ্যে ইসরাইলের প্রতি চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানিয়েছে এ সংস্থা।#