‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
মঙ্গলবার

২২ জানুয়ারী ২০১৩

৮:৩০:০০ PM
384073

বসতি নির্মাণ ইস্যুতে সমর্থন হারাচ্ছে ইসরাইল : ব্রিটেন

অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে জোর করে বসতি নির্মাণ কর্মসূচি অব্যাহত রাখায় আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

বার্তা সংস্থা আবনা : অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে জোর করে বসতি নির্মাণ কর্মসূচি অব্যাহত রাখায় আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এ কথা বলেছেন খোদ ইসরাইলের দোসর ও ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন।

ইসরাইলে আজ (মঙ্গলবার) যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এ কথা বললেন। তিনি আরো বলেছেন, "২০১৩ সালে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অসম্ভব হয়ে উঠবে।"

ইসরাইল সম্প্রতি যে হাজার হাজার অবৈধ বসতি নির্মাণ পরিকল্পনা ঘোষণা করেছে তারও নিন্দা করেন উইলিয়াম হেগ। তিনি বলেন, "আমি বহুবার ইসরাইলি কর্মকর্তাদের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এ কর্মসূচির কারণে তারা আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছেন সে কথাও বলেছি।"

কথিত শান্তি প্রক্রিয়ার সময়সীমা দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বসতি নির্মাণ অব্যাহত রাখায় ফিলিস্তিনিদের আপত্তির মুখে মার্কিন সমর্থিত এ শান্তি প্রক্রিয়া ২০১০ সাল থেকে স্থগিত রয়েছে। ইসরাইলের যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে আসছেন, পূর্ব শর্ত ছাড়াই ফিলিস্তিনিদের শান্তি আলোচনায় ফিরতে হবে।#রেডিও তেহরান