‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শনিবার

২৬ জানুয়ারী ২০১৩

১১:৪১:০০ AM
384968

ইহুদিরা ফিলিস্তিনে 'নব্য নাতসি' আচরণ করছে : ব্রিটিশ এমপি

বৃটিশ এমপি ডেভিড ওয়ার্ড ইহুদিবাদী ইসরাইলকে নব্য নাত্‌সিবাদী হিসেবে উল্লেখ করেছেন।

বার্তা সংস্থা আবনা : বৃটিশ এমপি ডেভিড ওয়ার্ড ইহুদিবাদী ইসরাইলকে নব্য নাত্‌সিবাদী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরোচিত হামলাকে নিত্যদিনের ঘটনায় পরিণত করেছে।

হোলোকাস্ট মেমোরিয়াল ডে ২০১৩ পালনের আগেভাগে ডেভিড ওয়ার্ড তার ব্যক্তিগত ওয়েবসাইটে এ মন্তব্য করেছেন। অবশ্য মন্তব্যটি প্রকাশিত হওয়ার পর ইহুদিবাদীদের তীব্র প্রতিবাদের মুখে তা সরিয়ে ফেলা হয়েছে।

ব্রিটেনের ব্রডফোর্ড এলাকার এমপি ওয়ার্ড তার ওয়েবসাইটে লেখেন : "যে ইহুদিরা হোলোকাস্টের দিনগুলোতে অবিশ্বাস্য নির্যাতনের শিকার হয়েছে তারাই নির্যাতন শিবিরগুলো থেকে মুক্তি পাওয়ার কয়েক বছরের মাথায় ফিলিস্তিনিদের ওপর অকথ্য নির্যাতন শুরু করে। তারা ইসরাইল নামক একটি নতুন রাষ্ট্র গঠন করে এ বর্বরতা চালায় এবং পশ্চিম তীর ও গাজা উপত্যকায় এ বর্বরতা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বিষয়টি আমাকে চরমভাবে হতবাক করেছে।"

মিস্টার ওয়ার্ড আরো বলেন, হোলোকাস্ট এডুকেশনাল ট্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই ঘটনা নিয়ে যে ভুল ধারনা প্রচার করছে এবং যে বর্ণবাদ ছড়িয়ে দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।

ব্রিটেনে ওয়ার্ডের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠলেও মিস্টার ওয়ার্ড বলেছেন, তিনি যা বলেছেন তা বুঝেশুনে বলেছেন এবং এজন্য তিনি মোটেও অনুতপ্ত নন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিবাদীরা পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করে। গণহত্যা ও দমন অভিযানের মাধ্যমে লাখ লাখ ফিলিস্তিনি জনগণকে তাদের ঘর-বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ইসরাইল প্রতিষ্ঠার বিষয়টিকে বৈধতা দেয়ার জন্য 'হোলোকাস্ট' নামক কল্পকাহিনী তৈরি করে ইহুদিবাদীরা। তারা উপর্যপুরি মিথ্যাচার চালিয়ে যে ডাহা মিথ্যাটিকে প্রতিষ্ঠিত সত্য করে ফেলে তা হলো- নাতসিবাদীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যাস চেম্বারে পুড়িয়ে ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছে।

অথচ নিরপেক্ষ ইতিহাসবিদরা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারাবিশ্বে ৬০ লাখ ইহুদির অস্তিত্ব ছিল না। এ ছাড়া, তাদেরকে গুলি করে হত্যা করা ছিল গ্যাস চেম্বারে পোড়ানোর চেয়ে সাশ্রয়ী। পাশাপাশি যে বাহিনী একটি বিশ্বযুদ্ধ পরিচালনা করছে তাদের পক্ষে এভাবে পরিকল্পিত উপায়ে ইহুদি নিধন ছিল অসম্ভব।

পশ্চিমারা হোলোকাস্টের কল্পকাহিনী ফাঁদলেও তাদেরই কারো কারো মুখ থেকে মাঝেমধ্যে  সত্য কথা বেরিয়ে আসে। ডেভিড ওয়ার্ড মুখ ফস্কে সে রকম একটি নির্মম সত্য কথা বলে ফেলেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।#রেডিও তেহরান