‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
বুধবার

২৭ ফেব্রুয়ারী ২০১৩

২:২২:০০ PM
395165

দক্ষিণ ইসরাইলে আঘাত হেনেছে গাজা থেকে নিক্ষিপ্ত রকেট

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে নিক্ষিপ্ত একটি রকেট ইসরাইলের দক্ষিণে আঘাত হেনেছে বলে ইহুদিবাদী পুলিশ জানিয়েছে।

বার্তা সংস্থা আবনা : অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে নিক্ষিপ্ত একটি রকেট ইসরাইলের দক্ষিণে আঘাত হেনেছে বলে ইহুদিবাদী পুলিশ জানিয়েছে। গত নভেম্বরে দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতির পর এই প্রথম রকেট হামলার ঘটনা ঘটল।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, আজ (মঙ্গলবার) আশকেলনের কাছে একটি সড়কে রকেটটি আঘাত হানলে রাস্তাটির কিছু ক্ষতি হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গত বছরের নভেম্বরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে আগ্রাসনে নারী ও শিশুসহ ১৬০ ফিলিস্তিনি শহীদ ও অপর ১২০০ জন আহত হন।

ইহুদিবাদী ইসরাইলের কারাগারে অমানুষিক নির্যাতনের কারণে শহীদ এক ফিলিস্তিনির জানাযাকে কেন্দ্র করে ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর এ রকেট হামলা হল। গতকাল পশ্চিম তীরে শোকাহত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। এ সময় ক্ষুব্ধ ফিলিস্তিনি জনতা দখলদার সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

অবশ্য ইসরাইলি কারা কর্তৃপক্ষ দাবি করেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ফিলিস্তিনি যুবক আরাফাত জারাদাত মারা গেছেন। তবে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের বন্দি বিষয়ক মন্ত্রী ঈসা কারাকে বলেছেন, জারাদাতের শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে এবং ময়না তদন্তে তার হার্ট অ্যাটাকের কোনো আলামত পাওয়া যায়নি।

৩০ বছর বয়সী দু'সন্তানের জনক জারাদাতকে হত্যার প্রতিবাদে ইসরাইলি কারাগারগুলোতে আটক সাড়ে চার হাজার ফিলিস্তিনি অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।#রেডিও তেহরান