‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শুক্রবার

৮ মার্চ ২০১৩

৮:৩০:০০ PM
398322

আল আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানালো ইরান

মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

বার্তা সংস্থা আবনা : মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্ত এক বিবৃতিতে এ ধরনের বর্বর হামলার বিষয়ে কঠোর প্রতিক্রিয়া দেখাতে সব আঞ্চলিক ও  আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশেষকরে মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

আল আকসা মসজিদে হামলার মাধ্যমে ইসলাম অবমাননা করা হয়েছে বলে তিনি জানান। মেহমানপারাস্ত আরো বলেন, এ ধরনের ততপরতার বিষয়ে আন্তর্জাতিক সমাজ জোরালো কোনো প্রতিক্রিয়া না দেখালে ইহুদিবাদী ইসরাইল এ ধরনের পাশবিকতা অব্যাহত রাখতে উৎসাহিত হবে।

দখলদার ইসরাইলি বাহিনী গতকাল (শুক্রবার) মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়েছে। পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে অবস্থিত এ মসজিদটি দীর্ঘ দিন ধরে দখল করে রেখেছে ইসরাইল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইলের বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর চড়াও হয়। এ সময় মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও গ্রেনেড ছোঁড়া হয়। হামলায় বেশ কয়েক জন মুসল্লি আহত হয়েছেন।#রেডিও তেহরান